মুক্তিকন্ঠ ডেস্কঃ গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এই ধরনের হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
ভিডিওবার্তায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। (সংগৃহীত)
আরও পড়ুন
মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক: প্রধানমন্ত্রী
আহত আনোয়ারকে ৫০ হাজার টাকা অনুদান দিল “জাগো মানবতা ফাউন্ডেশন”
চন্দ্রগঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।