নিজস্ব প্রতিবেদনঃ বর্তমান করোনার ২য় ঢেউ মোকাবেলায় সবাই যখন হিমসিম খাচ্ছে, ঠিক সেই সময়ে মানবিকতাবোধ থেকে সমাজের শত শত মানুষকে নিয়ে এক সাথে ইফতারের আয়োজন করলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন।
১লা মে (শনিবার) এবং ১৮ রমজানের ইফতারের পূর্ব মূহুর্তে প্রায় ৬শতাধিক মানুষ স্বাস্থ্যবিধি মেনে আস্তে আস্তে ইফতার নিতে চলে আসে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব রাজাপুর (মাদ্রাসা মার্কেট) এলাকার বরইতলা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সারি সারি সকল লোক জনকে ইফতার বিতরণ করেন উপস্থিত দলীয় নেতা কর্মীরা ।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,শফিকুল ইসলাম শিপন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন, ১ম যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুর রাজ্জাক রিংকু, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, ফরহাদ উদ্দিন জুয়েল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সভাপতি তাজু ভূইয়া, সহ-সভাপতি মনির হোসেন, যুবলীগের নেতা কামরুল আলম মুন্নাসহ অন্যান্য নেতাকর্মীরা।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারের পাশাপাশি আমরা সাধারন মানুষের পাশে আছি, সাধারন অসহায় মানুষের কল্যাণে আমরা বদ্ধপরিকর। ইফতার আয়োজনের পাশাপাশি সচেতনায় আমাদের আরো কার্যক্রম সামনে অব্যাহত থাকবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই-প্রতিযোগিতা অনুষ্ঠিত