নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধিরোধ কল্পে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের জন্য বর্তমানে গণপরিবহন চলাচল বন্ধ আছে। দীর্ঘ এই বন্ধের কারনে বর্তমানে গণপরিবহন শ্রমিকরা এক পর্যায় অসহায় হয়ে রাস্তা নেমে এসেছে দেশব্যাপী বিক্ষোভ করার জন্য । তারা এই আন্দোলন চালিয়ে যাাওয়ার ঘোষনাও দিয়েছে দাবী আদায় না হওয়া পর্যন্ত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (০২ মে) রোববার সকালে এই বিক্ষোভ করে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংগঠনটির নেতা-কর্মীরা জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আদালত ভবনে গিয়ে সমাবেশে বসেন।
সেখানে বক্তারা বলেন, পরিবহনশ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করতে হবে। তা না হলে ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
জনস্বার্থ বিবেচনায় শনিবারই ঈদের আগে গণপরিবহন চালু করার ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার তার সরকারি বাসা থেকে নিয়মিত বিফ্রিংয়ে বলেছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে।
আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ বাজারে অগ্নি নির্বাপন মহড়ায় ইউএনও জামশেদ আলম রানা
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে দেশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে স্বৈরাচার আ’লীগ, হুমকি-ধমকি দিয়ে লাভ নেই, বিচার হবেই – এ্যানী