মু্ক্তিকন্ঠ ডেস্কঃ
বর্তমান করোনার ২য় ঢেউ মোকাবেলায় যখন সারা দেশ হিমসিম খাচ্ছে, ঠিক ঐ সময়ই মানবিকতার উজ্জল দৃষ্ঠান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ রাতের আঁধারে প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষদের খোঁজ-খবর নিয়ে তাদের নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উপহার তুলে দেন।
সোমবার (১০ মে) রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুবিধা-বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ-উপহার (খাদ্য-সামগ্রীর) ব্যাগ দেওয়া হয়।
এদিকে রাত পৌনে ১১ টার দিকে আবিরনগর ইসমাইল ব্যাপারী বাড়ীর সামনে জেলা প্রশাসক অসংখ্য অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ-উপহার বিতরণ করেন।
জানতে চাইলে, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন বলেন, যারা একেবারে অসহায় শুধু তাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ জেলাতে প্রায় ৪ হাজার লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও নগদ অর্থও বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন