মু্ক্তিকন্ঠ ডেস্কঃ
বর্তমান করোনার ২য় ঢেউ মোকাবেলায় যখন সারা দেশ হিমসিম খাচ্ছে, ঠিক ঐ সময়ই মানবিকতার উজ্জল দৃষ্ঠান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ রাতের আঁধারে প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষদের খোঁজ-খবর নিয়ে তাদের নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উপহার তুলে দেন।
সোমবার (১০ মে) রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুবিধা-বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ-উপহার (খাদ্য-সামগ্রীর) ব্যাগ দেওয়া হয়।
এদিকে রাত পৌনে ১১ টার দিকে আবিরনগর ইসমাইল ব্যাপারী বাড়ীর সামনে জেলা প্রশাসক অসংখ্য অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ-উপহার বিতরণ করেন।
জানতে চাইলে, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন বলেন, যারা একেবারে অসহায় শুধু তাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ জেলাতে প্রায় ৪ হাজার লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও নগদ অর্থও বিতরণ করা হচ্ছে।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জ থানার বিদায়ী ওসির নেতৃত্বে ৬টি অস্ত্র উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাদক বিরোধী অভিযান, ১৩জনের জেল ও অর্থ দন্ড
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দূর্বৃত্তের হামলায় নিহত বিএনপি’র সাধারন সম্পাদক জহিরের দাফন সম্পন্ন