মুক্তিকন্ঠ ডেস্কঃ
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ২৭৫ লক্ষ্মীপুর ২ আসনে নিবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়।
সোমবার (২৮জুন) জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আনোয়ার হোসেন খান এমপি এবং এ কে এম শাহাজাহান কামাল এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার