নিজস্ব প্রতিবেদকঃ
গোলাম জিলানী চৌধুরী ছিলেন সৎ,আদর্শ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তিনি রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেননি। বরং জনগণের সামগ্রিক কল্যাণে ব্যবহার করেছেন।
৯ অক্টোবর (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস গোলাম জিলানীর শোকসভায় রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সিকান্দর খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা খানম, অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর প্রাক্তন ভি.পি. মজহারুল হক শাহ চৌধুরী, নাজিম উদ্দিন, প্রাক্তন ছাত্রনেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সহ সভাপতি শ ম নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম জিলানী চৌধুরীর স্মৃতি চারণ করেন এবং তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার