মুক্তিকন্ঠ ডেস্কঃ
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিতে সারা বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায়ও জাক-জমকভাবে এবং নানা উৎসাহ ও উদ্দীপনায় কমিউনিটিং পুলিশিং ডে-২০২১ পালন করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় চন্দ্রগঞ্জ থানা পুলিশ চত্তর থেকে বিশাল এক র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র্যালীটি চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে শাহী সিএনজি পাম্প এর কিছু পশ্চিম পর্যন্ত গিয়ে আবার থানা প্রাঙ্গণে ফিরে আসে। আসার পরে প্রধান অতিথির হাতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কেটে অনুষ্টানের ২য় পর্যায়ের সূচনা করা হয়।
কমিউনিটিং পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার সদর সার্কেল মিমতানুর রহমান পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক উল্যাহ।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রেদোয়ান হোসেন। হিন্দুদের পক্ষে গিতা পাঠ করেন বাবু গণেশ চন্দ্র কুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি একে ফজলুল হক, (ওসি) চন্দ্রগঞ্জ থানা। এছাড়ও আরো বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব মাওলানা মোঃ আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী কাজিম উদ্দিন, হাজিরপাড়া ইউপি’র চেয়ারম্যান মোহাম্মদ সামছুল আলম (বাবুল), চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বদরুল আলম শ্যামল, সভাপতি মোঃ বেলায়েত হোসেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সরকার মোঃ জোবায়ের আলী এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার সদর সার্কেল মিমতানুর রহমান পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বেলায়েত হোসেন, এসআই মোঃ ওমর ফারুক, এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই মোঃ আব্দুল হান্নানসহ থানার সকল সদস্য। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহম্মদ, চন্দগঞ্জ থানা ১৪দলীয় ঐক্য জোটের আহ্বায়ক এম. ছাবির আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মাওঃ আব্দুল কুদ্দুছ, উপদেষ্টা কাজী মোঃ মোস্তাফা কাজল, দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, বিশিষ্ট আইনজীবী মোঃ শাসছুল হক শামছু, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশারফ পাটোয়ারী, সাধারন সম্পাদক আইনুল আহম্মেদ তানভীর, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারন সম্পাদক গৌতম চন্দ্র মজুমদার, সমীর চন্দ্র দেবনাথ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাবেক যুগ্ন আহ্বায়ক আবু তালেব, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা এম. মাসুদ, হৃদয় পাটোয়ারীসহ এলাকার শত শত সাধারন মানুষ।
উপস্থিত বক্তারা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । সমাজের যে কোন অপরাধ সম্পর্কে থানার ওসিকে অথবা কমিউনিটি পুলিশিং এর দায়ত্বশীলদের গোপনে জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বক্তব্যে প্রধান অতিথি বলেন, চন্দ্রগঞ্জ আগে ছিল সন্ত্রাসী জনপথ হিসেবে খ্যাত। কিন্তু বর্তমানে তা শান্তির জনপদে পরিণত হয়েছে। এছাড়াও তিনি অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার