গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে সম্মাননা স্মারকটিও দেখান।
বিএনপি মহাসচিব বলেন, অসুস্থ হয়েও গৃহবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি আনন্দের সংগে জানাচ্ছি যে, গণতন্ত্র রক্ষার এই অবদানের কারণে কানাডার মানবাধিকার সংস্থা বেগম জিয়াকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ উপাধিতে সম্মানিত করেছে।


আরও পড়ুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী ‘চিতা’ গ্রেফতার
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ