মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরাম। চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের বিভিন্ন নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
গত শনিবার (৫ মার্চ) সন্ধ্যার পরে চন্দ্রগঞ্জ থানার ওসি’র কক্ষে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম আওলাদ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাছানসহ আরো অনেকে। এসময় চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরাম কর্তৃক চন্দ্রগঞ্জ থানার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রকাশিত “চন্দ্রগঞ্জ দর্পণ” অফিসার ইনচার্জ’র হাতে তুলে দেওয়া হয়।
মতবিনিময় কালীন নবাগত অফিসার ইনচার্জ এর সাথে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন বিষয় নিয়ে চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের নেতারা আলাপ-আলোচনা করেন । নবাগত ওসি একটি বিষয় স্পষ্ট করেন যে, অপরাধী যেই হোক তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়াও তিনি সাংবাদিকদের সাথে পুলিশ বাহিনীর নিরবিচ্ছিন্ন সম্পর্কের ব্যাপারেও আলোকপাত করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন