মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছালেহ উদ্দিন।

সোমবার (৭ মার্চ) বিকাল ৪টায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের গণমিলনায়তনে এই আলোচনার সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, সচিব গাজী আব্বাস উদ্দীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাছান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আমির হোসেন আমু, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপন খলিফা, ৪নং লতিফপুর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মহিন উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ছাত্রনেতা কাউসার রহমানসহ অনেকে।
এছাড়াও আলোচনা সভায় চন্দ্রগঞ্জ থানা এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা ৭ মার্চের ভাষণের গুরুত্ব এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এই ভাষণ কতটুকু মু্ক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় করেছে সেই সব বিষয় নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ: থানায় মামলা
লক্ষ্মীপুরের বিয়েতে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে হত্যা, ৪ জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে খালে ভাসমান যুবকের মৃতদেহ উদ্ধার