মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভার আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

বিট পুলিশিং মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, সঞ্চালনা করেন, এসআই মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, বাজার কমিটির সাঃ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন, সাংবাদিক মোহাম্মদ হাছান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক গৌতম মজুমদার, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপন খলিফা, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দর রাজ্জাক রিংকু, থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়সহ সভায় উপস্থিত ছিলেন অনেক রাজনৈতিক নের্তৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। বক্তারা চন্দ্রগঞ্জ এলাকার বিভিন্ন সমস্যা, এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও বিট পুলিশিং এর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
সর্বশেষ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার পরিসমাপ্তি করা হয়।


আরও পড়ুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী ‘চিতা’ গ্রেফতার
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ