মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রায়পুরে খাল্লার পুল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম হান্নান। মঙ্গলবার (১৭ মে) সকালে নাজির আলী বাড়ির দরজায় খালের ভেতরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। নিহত হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকার মোল্লা বাড়ির মৃত অলিউল্লার ছেলে এবং সে ইটভাঙা শ্রমিকের কাজ করতেন।
হান্নানের বোন আনোয়ারা জানান, দীর্ঘদিন থেকে হান্নান মৃগী রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে সে তার বাড়িতে এসে খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে তার মৃত্যুর খবর পান তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে হান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
এনআইডি সেবা স্থানান্তরের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি
লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার
ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে মহিলা দলের বিক্ষোভ ও মানববন্ধন