মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় বিদ্যুৎ স্পর্শে শিপন আক্তার (৩৫) নামের এক গৃহ বধুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে (২৫মে) বুধবার সকাল ১১ টায় চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা গ্রামের মান্দার বাড়িতে। নিহত শিপন আক্তার ওই বাড়ির দিনমজুর লিটনের স্ত্রী ও তিন সন্তানের জননী বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
নিহত শিপন আক্তারের স্বামী লিটন জানান, বাড়ির প্রবাসী শাহজাহানের বিল্ডিংএর ছাদে আম শুকাতে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সাথে অসাবধানতা বসত শিপন আক্তার জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা গিয়ে লাইন বন্ধ করে দিয়ে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন