মুক্তিকন্ঠ ডেস্কঃ
পরীক্ষার হলে পরীক্ষার্থীকে নকলে বাধা দেয়ার ৫ বছর পরে লক্ষ্মীপুরে হেলাল উদ্দিন নামে এক স্কুল শিক্ষকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে শিক্ষকরা।
এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি প্রদান করেন এতে সারা দেশের শিক্ষকদের সুরক্ষার দাবি জানান শিক্ষক নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, মনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, টুমচর আসাদ একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারজানা নুরসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন ঘোষণা করবো।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন শিক্ষক নেতাদের আশ্বস্ত করে বলেন, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলবো। হামলাকারীকে পুলিশ যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। শিক্ষকরা যেন সুরক্ষিত থাকে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার