মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার, গ্রেপ্তার-০১

গ্রেপ্তারকৃত আসামী আবদুল মালেক।

শেয়ার করুন

মুক্তিকন্ঠ ডেস্ক:

লক্ষ্মীপুর জেলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ (বলাৎকার) করার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার (৫ আগষ্ট) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মাছুম বিল্লাহ (১৭)কে একই এলাকার আবদুল মালেক (৪৫) নানা রকম প্রলোভন দেখিয়ে, ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে যায়, পরে শিশুটিকে ধর্ষণ (বলাৎকার) করে অভিযুক্ত আবদুল মালেক। বিষয়টি ভিকটিম শিশুটি তার মাকে বলে দেয়।

গ্রেপ্তারকৃত আসামী আবদুল মালেক লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউপি‘র যাদৈয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

বিষয়টি জানার পরপরই ভিকটিম বুদ্ধি প্রতিবিন্ধী শিশুটির মা চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী শিশুটির মা মুক্তিকন্ঠকে জানান, লম্পট আবদুল মালেক আমার ছেলেকে নানা রকম লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ (বলাৎকার) করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন মুক্তিকন্ঠকে জানান,  ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। পরবর্তীতে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতেই অভিযুক্ত আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


শেয়ার করুন