কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্য দেলোয়ার হোসেন সর্দারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার সন্ধ্যায় কমলনগর থানায় দেলোয়ার হোসেনের স্ত্রী বাদি হয়ে এ মামলা করেন। মামলায় হামলাকারীদের মধ্যে মামুনকে প্রধান করে ৫জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত: নারিকেল পাড়াকে কেন্দ্র করে রোববার সকালে একই বাড়ির কাজল মিয়ার ছেলে মামুন ও ইয়ার হোসেনসহ ৮-১০ লোক ইউপি সদস্য দেলোয়ার ও তার স্ত্রীর ওপর হামলা করে। এতে তারা মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ দিন থেকে ২৫ শতাংশ জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। দেলোয়ার উপজেলার চরফলকন ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার