লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
বুধবার (২৪ আগষ্ট) বিকেল ৩টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ এ.কে.এম আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন হাওলাদার, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, লক্ষ্মীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক কাজী ওসমান মোর্শেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ হাছান, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াজ উদ্দিন, সেলিম উদ্দিন নিজামী, মো. আব্দুল মালেক, মো. কাউছার, এ.কিউ.এম সাহাবুদ্দিন, মহিউদ্দীন, এসএম আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, মো. ইব্রাহিম, নজরুল ইসলাম জয়, মো. শহিদুল ইসলামসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে অনেকে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। পুলিশ সুপার সাংবাদিকদের সকল কথা শুনেন এবং উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যত গুলো সমস্যার কথা উঠে আসছে সবগুলো সমস্যা সমাধানে জেলা পুলিশ কাজ করবে।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার জেলার আই্ন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করার কথা বলেছেন । এছাড়াও তিনি সবসময় সাধারন মানুষের সাথে মিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-২
লক্ষ্মীপেুরে ৩৭জন আইনজীবিকে সরকারী আইন কর্মকর্তা-সরকারী কৌঁসুলি(জিপি)সহ বিভিন্ন পদে নিয়োগ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়ার শপথ গ্রহন