মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরে আন্তজেলা চোর চক্রের ৫সদস্য আটক। আটককৃতদের সাথে ৫টি মোটর সাইকেল ও ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ প্রেস মিটিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর ভোররাতে একটি মোটরসাইকেল চুরির মামলার প্রেক্ষিতে মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও চাত্তারকে আটক করে পুলিশ।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় আরও দুজনকে। আটককৃতদের বিরুদ্ধে আগেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন