মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলাশীষ রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পোদ্দার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন হঠাৎ ৫/৬ জন স্বশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
একপর্যায়ে মুমূর্ষু অবস্থা তাকে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে যুবলীগ কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে সদর হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু। তাঁরা হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন মুক্তি কণ্ঠকে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন