মুক্তিকন্ঠ ডেস্ক:
লক্ষ্মীপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল নাঈম ইকরা(১৩) নামের ৮ম শ্রেণীর এক ছাত্রী অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১টা ৩০মি. এর দিকে আত্ তামরীণ মাদ্রাসার সামনে থেকে পাঁচপাড়া গ্রামের ভূইয়া বাড়ির রুহুল আমিনের ছেলে অপু ভূইয়া ৮ম শ্রেণীর ঐ ছাত্রীকে অপহরন করেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ভিকটিমের একই বাড়ির একই ক্লাশের সহপাঠী সুমাইয়া আক্তার জানায় তারা কামার ক্ষেতে প্রতাপগঞ্জ স্কুলের স্বপন স্যারের কাছে প্রাইভেট পড়ে রাস্তায় আসলে বখাটে অপু ভূইয়া ইকরাকে জোর করে তুলে নিয়ে যায়।
স্থানীয়ভাবে ও ভিকটিমের অভিভাবক জানায় অপু ভূইয়া এম. সজীব গ্রুপের সক্রিয় সদস্য। এর আগে ভিকটিমকে উত্যক্ত করায় স্থানীয়ভাবে ইউপি সদস্য ও অভিভাবকের মাধ্যমে অপু ভূইয়াকে সতর্ক করা হয়।
ভিকটিমের বাবা মুঠোফোনে জানায় অপু ভূইয়া আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার বাড়ির ভাতিজি সুমাইয়া বিষয়টি নিজের চোখে দেখছে। এদিকে ভিকটিমের অপহরনের কথা শুনে ভিকটিমের মা চন্দ্রগঞ্জ থানা সামনে কান্নাকাটি করছে বলে জানা যায়।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাই নি, যদি অভিভাবকরা আমাদের জানায় সেক্ষেত্রে আমরাও ব্যবস্থা নিব।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, এ বিষয়ে আমরা এখনো কোন মৌখিক অথবা লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত উদ্ধার অভিযান চালানো হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন