মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ২০২২ শিক্ষার্থীদের মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়েজন করা হয়।
অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এম. আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধক্ষ্য প্রিয়ব্রত সাহা, গভর্নিংবডির সদস্য ডা. সহিদ উল্যা স্বপন, গভর্নংবডির সদস্য কাজী মো. মোস্তাফা কাজল, , সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, কলেজ মসজিদের খতিব মাঃ আলতাফ হোসেনসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং কলেজের সুনাম অক্ষুন্ন রাখার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে মানপত্র পড়ে শুনান এবং অধ্যক্ষকের কাছে হস্তান্তর করেন অত্র কলেজের ক্যাডেট কর্পোরাল শান্তা মনি।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র কলেজ মসজিদের খতিব মাঃ আলতাফ হোসেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন