মুক্তিকন্ঠ ডেস্কঃ
নানা উৎসাহ এবং উদ্দীপনার মাঝে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সম্মেলনের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, (বীর বিক্রম), অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনে পুনরায় গোলাম ফারুক পিংকুকে সভাপতি এবং এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে লক্ষ্মীপুর আওয়ামীলীগের সকল অংগ-সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। তবে নতুন পদ প্রত্যাশী কিছু কিছু নেতার ভেতর কিঞ্চিত ক্ষোভও লক্ষ করা যায়। (সংক্ষেপিত, বিস্তারিত আসছে)
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন