মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উন্মুক্ত শেডের উদ্ভোধন করলেন জেলা প্রশাসক

উদ্ভোধন করছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ

শেয়ার করুন

মুক্তিকন্ঠ ডেস্কঃ

চন্দ্রগঞ্জ বাজারের মাছ দোকানের পরিত্যক্ত শেড ভেঙ্গে নতুন করে চার তলা ভীতের উন্মুক্ত শেডের উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক

মঙ্গলবার (২৯ নভেম্বর) চন্দ্রগঞ্জ মাছ বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর জেলার  জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাজারের ইজারাদারসহ ইউপি সদস্য ও বাজারের ব্যবসায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের অংশ হিসেবে এবং গ্রামকে শহরে রূপান্তর করার জন্য সুন্দর পরিবেশে সাধারন মানুষ যাতে বাজার করতে পারে সে জন্যই এই শেড গুলো করার উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান সংশ্লিষ্ট কাজের জন্য।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..