নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক কল্যাণ সংস্থা’র ( লসাকস) নতুন কমিটি (এডহক) গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাধারণ সভার মাধ্যমে এটি করা হয়েছে। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ভাস্কর বসু রায় চৌধুরীকে আহ্বায়ক ও মু. ওয়াহিদুর রহমান মুরাদ এবং ফয়সাল কবিরকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের কমিটি করা হয়।
লসাকসের সভাপতি ভাস্কর বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (সাবেক) আবদুল মজিদ নেহালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী ও অ্যাডভোকেট ফিরোজ আলম। এছাড়া ছিলেন, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালেক নিরব, ফেয়ার ডায়াগনস্টিকের ব্যাবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক নতুন পথ পত্রিকার নিবার্হী সম্পাদক, ফরহাদ হোসেন, সাংবাদিক বি এম সাগর, মিজানুর রহমান শামীম সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কমিটির অন্য সদস্যরা হলেন, মফিজুর রহমান, এমরান হোসেন, মো. বিনু, এস এম জাকির, মঞ্জুর হোসেন মঞ্জু, সফিকুল ইসলাম, আবুল কাশেম সাদ্দাম, আমজাদ হোসেন, সোহেল হোসেন, জনি সাহা।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ