মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরের কমলনগর ৩নং চর লরেঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জানা যায়, ৫ হাজার ১শত নামের জন্য ৫১ টন চাল বরাদ্দ দেয় সরকার। প্রতি জনকে ১০ কেজি করা চাল দেওয়ার কথা থাকলেও ৭থেকে ৮ কেজি চাল দেওয়ার অভিযোগ রয়েছে। চর লরেঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্য, আবুল কাশেম,জামাল মিজানুর রহমান,সিরাজ ফখরুল,জানান,চেয়ারম্যান তার সহযোগী, তার মেয়ের জামাই তার একান্ত লোক জনদের কে সরকারি চাল বিতরন করে, গরিব দের বিতরন না করে যার জন্য চাল সংকট দেখা দেয়। আজ ১৮ এপিল দুপুরবেলা ৫০/৬০ জন লোক ইউনিয়ন পরিষদের চালের টোকন হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান চাল বিতরন বন্ধ করে চলে যান,আর ঘোষণা চাল শেষ। পরে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন কে অভিহিত করলে চেয়ারম্যান পাসের মদি দোকান থেকে ২/৩ বস্তা চাল কিনে ৬/৭কেজি করে করে আল্প কয়েক জন কে লোক কে দিয়ে দায়সারা বিতরন করেন। আবার অনেকের চালের টোকন ছিড়ে পেলেন,।৪নং ওয়ার্ডের বিবি আমেনা, চমেনা ৯ নং ওয়ার্ড আলেয়া,চান বানু, জোহরা পিয়ারা, এদের চালের টোকন চেয়ারম্যান নিজে ছিড়ে পেলেন।আবার সাজিয়া,হাজেরা, শাহিনুর ছাড়া অনেকে টোকন নিয়ে খালি হাতে বাড়ি ফিরেন।নুরনবি নামে একজন জানান, চেয়ারম্যানের সহযোগী আবদুর জাহের দুই বস্তা চাল নিয়েছে আর আমরা সরাদিন দাঁড়িয়ে থাকি চাল পেলাম না।ইউপি চেয়ারম্যান একেএম নুরল আমিন মাষ্টার প্রতিবেদক কে বলেন এমন কথা বলবেন না সবাইকে চাল দিলাম।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ৩নং চর লরেঞ্জ ইউনিয়নের ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) মোহাম্মদ মোহসিন জানান, টোকন দেখে দেখে চাল বিতরন করা হয়েছে টোকন আছে চাল শেষ এটা হতে পারে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,চাল বিতরণের অনিয়মের অভিযোগ শুনেছি, লোক পাঠিয়ে তদন্ত করে সত্য উদঘাটনের পর ব্যবস্থা নিব।
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ ইউপি কার্যালয়ে লাগানো তালা গভীর রাতে উধাও
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে তালা ও ভাংচুর, সেবাপ্রার্থীদের চরম ভোগান্তি
লক্ষ্মীপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ ,আহত ৯