মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ (পিপিএম ) যোগদান করেন। এসময় লক্ষ্মীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা প্রদান করে স্বাগত জানান।
বুধবার সকাল ১১ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাহমুদুল হোছাইন, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ্ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন