মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য , সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল(৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্ন ইলাইহি রাজেউন)
মরহুমের পারিবারিক সূত্রে জানাযায় শুক্রবার দিবাগত রাত ৩টা ১৯ মিনিটের সময় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য সহ নানান জটিল রোগে ভুগছিলেন। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদলক্ষ্মীপুর সদর আসনের তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে জেলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন, এমপি সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবার সূত্রে জানাগেছে, সকাল ১১টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ৪,৫,৬ ন্যাম ভবন সংলগ্ন জামে মসজিদে প্রথম জানাযা ও বাদ আছর লক্ষ্মীপুর শহরের মডেল হাইস্কুল মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে তাকে লক্ষ্মীপুর পৌর সভার মজুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ ,আহত ৯
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ আর নেই
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ছোট বোনের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় বড় বোন