মুক্তিকন্ঠ ডেস্কঃ
চতুর্থ দফার অবরোধের ২য় দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে, সড়কে গাছ ও ইটের ব্লক ফেড়ে রাস্তা অবরোধ করে অবরোধ সমর্থনকারীরা। সোমবার সকাল ৫টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটায় অবরোধ সমর্থনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টায় পশ্চিম দিক কিছু মুখ বাঁধা লোক আসে প্রথমে ফ্লোরিডা পেট্রোল পাম্পের সামনে গাছ ফেলে, পরে চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে মহাসড়কের উপরে একটি টায়ার জ্বালিয়ে দেয় এবং সর্বশেষ ভবভদ্রী নির্মাণাধীন ব্রিজের সামনে গিয়ে ব্রিজের ব্লক ও দুটি ড্রাম ফেলে রাস্তা অবরোধ করে দেয়। এতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের প্রায় ৩০মি. যানবাহন চলাচল বন্ধ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তায় আগুন লাগানোর সাথে সাথে উপস্থিত সবার ভিতর একটি আতঙ্ক বিরাজ করে, কারন পরপর ৩দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে চন্দ্রগঞ্জ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে।
পরবর্তীতে স্থানীয় আইন শৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-২
লক্ষ্মীপেুরে ৩৭জন আইনজীবিকে সরকারী আইন কর্মকর্তা-সরকারী কৌঁসুলি(জিপি)সহ বিভিন্ন পদে নিয়োগ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়ার শপথ গ্রহন