মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ৩টিতে নৌকার প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি হিসেবের ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
লক্ষ্মীপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ৮৫টি। ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬।
লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬। ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৪০ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮।
লক্ষ্মীপুর-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১২৫। ঘোষিত প্রায় সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু ৫২ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক এর প্রার্থী এম এ সাত্তার ভোট পেয়েছেন ৩৫ হাজার ৬২৮। এখানে ১৬ হাজার ৬৬৫ ভোটে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছে।
লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১২১। ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে ঈগলের প্রার্থী মোহাম্নদ আবদুল্যাহ্ ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১। ১৩ হাজার ১৮৪ ভোটে এগিয়ে স্বতন্ত্র ঈগলের প্রার্থী মোহাম্মদ আবদুল্যাহ্।
৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার ৪ জন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার