মুক্তিকন্ঠ ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করা হয় এই দু‘জনকে। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে।এসময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে।
আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, রাসেল গত কিছু দিন আগে তার আপন বড় মো. রকি‘র বুকে পিস্তল ঠেকিয়ে তাকে মারার চেষ্টা করে। কারন হিসেবে জানা যায় , বড় ভাই তাকে মাদক, চুরি, ছিনতাই থেকে ভালো পথে আসার জন্য বলায়। গত কয়েক মাসে এই চক্র অনেকগুলো মটর সাইকেল, অটোরিক্সা চুরি করে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, চোরাই মোটরসাইকেলসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত বর্ণনা দেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার