মুক্তিকন্ঠ ডেস্কঃ
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মৌণ মিছিল করেন। পরবর্তীতে তারা চন্দ্রগঞ্জ নিউ মার্কটের সামনে বর্তমান বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জে লক্ষ্মীপুর-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে মৌণ মিছিল করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-
জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, জেএসডির লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ বাবলু, জেএসডির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান রুবেল, লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মিয়া মণির, জেএসডির চন্দ্রগঞ্জ থানা শখার সাধারণ সম্পাদক কাজী শামসু উদ্দিনসহ জেএসডির চন্দ্রগঞ্জ থানার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিগত সরকারের বিভিন্ন সমালোচনা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের এবং সাধারণ জনগণকে আহবান করে।
লক্ষ্মীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল(রব) মৌণ মিছিল ও আলোচনা


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?