মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরে ভুলবশত একটি ভবনের ৭ তলার লিফটের খালি জায়গা পা দিয়ে নিচে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূ মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, কুলছুম স্বজনদের দেখতে ওই ভবনে আসে। এসময় ভবনের ৭ তলায় উঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়। এতে মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা কুলছুমকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৭তলা ভবন থেকে পড়ে কুলছুম নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থলে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদরেকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু
লক্ষ্মীপুরে বন্যার পানি নামার সাথে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ : হাসপাতালে শয্যা-ঔষুধের সংকট
চন্দ্রগঞ্জের অপরাজনীতির বলি সাদ্দাম ও কাউছার