লক্ষ্মীপুরের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান ও আমানী লক্ষ্মীপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মুন্সি, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ, ইউনিয় বিএনপির সভাপতি আলী করিম মেম্বার, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফ উদ্দিন জাবেদসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক তিনি বলেন ,আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপি এ কাজ করতে পারবেনা। খবরদার আগের স্টাইলে রাজনীতি চলবেনা। কেউ যদি বিশৃঙ্খলা করতে চাও এলাকা ছেড়ে চলে যাও।
তিনি আরও বলেন , এর মধ্যে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ,কেউ মামলা খেয়েছে , কেউ হামলার শিকার হয়েছে, গুম হয়েছে ,খুন হয়েছে জিসানসহ অনেক নেতাকর্মী। যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের বিচার হবে এদেশেই। তবে বিচারটা আইন অনুযায়ী হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন