মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের সার্বিক তত্বাবধানে বিদেশী সংস্থা থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিরতণ করা হয়।
বৃহস্প্রতিবার সকাল ১১টায় মালয়েশিয়া ভিত্তিক সংস্থা গ্লোবল পিস মিশন এবং সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের সহযোগিতায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে গ্লোবল পিস মিশনের ৪জন কর্মকর্তা, সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সেক্রেটারী, মো. মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাইমুল ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানাযায়, মালয়েশিয়া ভিত্তিকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার অসহায় বন্যা দূর্গতের মাঝেও এাণ সামগ্রী বিতরণ করা হয়।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান বলেন, জামায়াত ইসলাম শুরু থেকে বন্যাকবলিত মানুষের পাশে ছিল এবং সবসময় থাকবে। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া ভিত্তিক সংস্থা গ্লোবাল পিস মিশনের বন্যার্তদের উপহার সামগ্রী আমাদের এলাকায় অসহায় মানুষের মাঝে পৌছাতে তাদের সার্বিক সহযোগিতা করি।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
১৭ বছর সংখ্যালঘুদের মন্দির,বাড়িঘরে অগ্নিসংযোগ ও দখল বানিজ্য করেছে স্বৈরাচার আওয়ামীলীগঃ এ্যানী