মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে বাজুস, চট্টগ্রাম এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শেয়ার করুন

মুক্তিকন্ঠ ডেস্কঃ

লক্ষ্মীপুরে অসহায় বন্যার্তদের  মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস), চট্টগ্রাম শাখা।

শনিবার দুপুর ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ রক্ষা কালি মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুস চট্টগ্রাম বিভাগের দায়ীত্ব প্রাপ্ত নেতা ও চট্টগ্রাম জেলা বাজুসের সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বাজুসের সহ-সভাপতি সুজিত কুমার ধর, 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা বাজুসের অর্থ সম্পাদক শম্ভু ধর, কার্যনির্বাহী সদস্য  শান্তনু বণিক, মন্টু চন্দ্র সরকার, অলকচন্দ্র পোদ্দার, ফেনী জেলা বাজুসের সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বাচ্চু), নোয়াখালী জেলা বাজুসের সন্মানিত আহ্বায়ক সমীর চন্দ্র কর্মকার,অর্থ সম্পাদক শ্রী চন্দন কুমার দে,কার্যনির্বাহী সদস্য মোঃ ইকবাল হোসেন, রিপন কর্মকার,সুরেশ দেবনাথ, তারেক হাছান রনি।

এছাড়া চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর জেলা নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত চিলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট জুয়ের্লাস ব্যাবসায়ী মেসার্স রাজ জুয়ের্লাস লিমিটেড এর কর্ণধার কৃষ্ণধন দেবনাথ, লক্ষ্মীপুর জেলা বাজুসের সিনিয়র সহ-সভাপতি খোকন চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি সহদেব কুরী, যুগ্ম সাধারণ গনেশ কুরী, যুগ্ম সাধারন সম্পাদক অঞ্জন কুমার কুরী, যুগ্ম- সম্পাদক ভাষান কর্মকার, অর্থ সম্পাদক সুভাষ কর্মকার, জেলা কার্যনির্বাহী সদস্য জয়দেব নাথ, উজ্জ্বল কুরী, প্রনব কুরী,মোঃ হারুনর রশিদ, সমীর কর্মকার (পোদ্দার বাজার,) সন্জীব কর্মকার প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাকৃতিক দূর্যোগ বন্যা কোন ধর্ম দেখে আসেনা, তাই চট্টগ্রাম জেলা বাজুস মানবিকতায় হিন্দু, মুসলিম সবাইকে ত্রাণ সহায়তা করে।

ত্রান সামগ্রীর মধ্যে ছিল বন্যায় যে সব অসহায় মানুসের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, ভেঙ্গে গেছে তাদের মধ্যে মোট ৩৬ পরিবারকে ঘর নির্মাণ করার জন্য টিন দিয়ে সহায়তা করা হয়।

উপস্থিত বাজুসের নের্তৃবৃন্দ চন্দ্রগঞ্জ রক্ষা কালী মন্দিরে যারা উপস্থিত হয়ে টিন নিতে পারে নাই, তাদেরকে পাশবর্তী লতিফপুর ও দেওপাড়া গ্রামে নৌকায় করে গিয়ে টিন পৌছে দিয়ে আসে।


শেয়ার করুন