মুক্তিকন্ঠ ডেস্কঃ
বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, আমরা জনগণের পাশে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গতেদের প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা উদযাপনে যেন কোন অসুবিধা না হয় সে বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
বৃহস্প্রতিবার (১০ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় নতুন ভবনে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে প্রায় সারা দিন প্রায় ১হাজার অসুস্থ্য মানুষ সিচিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ সংগ্রহ করে।
ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য আবদুল হান্নান ভূইয়া। ফ্রী ঔষধ সরবরাহ করেন বায়োফার্মার চেয়ারম্যান ডাঃ আনোয়ারুল আজিম ও স্থানীয় সরকারী স্থাস্ব্যসেবা কেন্দ্র।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেল্লাল হোসেন, সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক আবুল কালাম (কালা মুন্সি), চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী করিম মেম্বার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিপু, ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি তানজিল আহমেদ খান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সমম্বয়ক এনামুল হক ও রাহাতসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ফ্রী চিকিৎসা ক্যাম্পের পরিদর্শনের সময় পাঁচপাড়া গ্রামের দৃবৃত্তের হামলায় নিহত নুর আলম ওরপে নুরু টেইলারের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে আরিফের সাথে দেখা করে। এসময় নুরু টেইলারের স্ত্রীকে নগদ অর্থ প্রদান করেন তিনি। এছাড়াও নুরু টেইলার হত্যার বিচারের জন্য সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস দেন এ্যানী।
চিকিৎসা প্রাপ্ত কয়েকজন মহিলা জানান, এই ধরনের ফ্রী ডাক্তারী সেবা যদি আমরা পাই, তাহলে আমাদের মত নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকার জন্য অনেক ভালো হবে। পাশাপাশি বায়োফার্মার চেয়ারম্যানকে উপস্থিত সবাই ধন্যবাদ জানান বিনা মূল্যে ঔষুধ দেওয়ার জন্য।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম গ্রেফতার
ইসলাম, হ্যাঁ; ইসলামী দল, না