মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ২০ ছাত্রী হাসপাতালে

শেয়ার করুন

লক্ষ্মীপুর  প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল থেকে ওই মাদ্রাসায় টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী বলে জানা যায়। তবে আতংকিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবীর। তিনি বলেন, টিকা নেয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিচ্ছিলেন। টিকা দেয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায। এরপর একে একে ২০ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬শ ৭২ টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেয়া হচ্ছে এই টিকা।

শিক্ষার্থীরা জানায়, টিকা দেয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিম ঝিম ও শ্বাস-প্রশ্বাসে কষ্ট শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি বলে অনেকেই জানান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোন সমস্যা নাই। টিকা নেয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..