মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা ও পুুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন. জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ব্যাক্তিত্ব মো. শামীম, ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর জেলা সংবাদদাতা আব্বাছ হোসেন, যমুনা টিভির আনিস কবির.মানবজমিনের ইউসুফ হোসেন, ভোরের দপনের্র প্রতিনিধি মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর জেলা রেফারী এসোশিয়েশনের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।পরে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৫টি দল কাবাডি ও দাবা প্রতিযোগিতা অংশ নেয়।
পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দিনদিনই কাবাডি খেলা হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যবাহি জাতীয় খেলাটি ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে এর অনুশীলন ও প্রতিযোগিতা অব্যাহত রাখতে কাজ করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন