লক্ষ্মীপুরে হোটেল ব্যবসায়ী সাহ আলমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বুধবার(৬ নভেম্বর) সকাল ১১ঘটিকার সময় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাক-লক্ষ্মীপুর আঞ্চলিক হাইওয়ে সড়কের উপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাছি বাড়ির সামনে দুর্বৃত্তরা ব্যবসায়ী সাহ আলমের ওপর এ হামলা করে।
আহত সাহ আলমের পরিবার সূত্রে জানাযায়, চন্দ্রগঞ্জ বাজারে ক্যাফে মিলন হোটেলের স্বত্বাধিকারী সাহ আলম ও তার হোটেল কর্মচারী ফজল করিমসহ আরও দুজন যাত্রী নিয়ে সিএনজিযোগে তার বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার মহতাপুর গ্রামে যাচ্ছিলেন। সিএনজিটি রামকৃষ্ণপুর এলাকায় পৌঁছালে মুখোশ পরা ৫/৬ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে পরিকল্পিতভাবে সিএনজি প্রতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। সন্ত্রাসীদের হাতে থাকা এসএস পাইপ দিয়ে তার দুই পা ভেঙে দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, চন্দ্রগঞ্জ বনিক সমিতির সহ-সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল পাল, ও মো. শওকত ইসলামসহ উপস্থিত অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন, ক্যাফে মিলন হোটেলের স্বত্তাধিকারী সাহ আলম চন্দ্রগঞ্জ বাজারে প্রায় ৪০ বছর যাবত ব্যবসায় পরিচালনা করে আসছে। সে একজন নির্ভেজাল ও ভালো মানুষ। আগামী ২৪ঘন্টার মধ্যে প্রশাসন কোন উদ্যোগ না নিয়ে ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচী গ্রহন করবে বলে জানায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারের একজন হোটেল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন