মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ(৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে চুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার(৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এঘটনার পর এলাকায় সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কি কারনে এই হত্যকান্ডের ঘটনা ঘটেছে, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাজারের ব্যবসায়ীরা জানায়, হিরালাল দেবনাথ কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারীর ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। ব্যবসার কার্যক্রম শেষ করে প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে দিয়ে সামনের দিকে চলে যায় হিরালাল দেবনাথের ছেলে। এসময় ওঁৎপেতে থাকা দূর্বৃত্তরা হিরালাল দেবনাথকে গতিরোধ করে। এক পর্যায়ে তার বুকে দুইটি চুরিকাঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে। পরে তার শোর-চিৎকার শুনে ছেলে প্রীতম দেবনাথ এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হিরালাল দেবনাথকে মৃত ঘোষনা করেন।
এদিকে বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েে বলে দাবী করেন নিহতের ছেলে প্রীতম দেবনাথ। তিনি দাবী করেন, তাদের দোকানের সামনে প্রায় পাশ্ববর্তী ব্যবসায়ী যতন দেবনাথরা কাপড় ঝুলিয়ে রাখে। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এনিয়ে প্রায় কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাতের অন্ধকারে তার বাবাকে চুরিকাঘাত হত্যা করে যতন দেবনাথ ও তার সহযোগিরা। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, হিরালাল দেবনাথ প্রচুর রক্তক্ষরনে মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। তার বুকে দুইটি চুরিকাঘাত রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, পারিবারিক না ব্যবসায়ীক দ্বন্ধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সে বিষয় নিয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহিৃত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “বিষয়টি শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। তিনি আরো বলেন, স্বৈরাচার বাহিনী দেশে বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, সনাতন ধর্মালম্বী ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যেন কোন ভাবে সাম্প্রদায়িক ইস্যু তৈরী করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপেুরে ৩৭জন আইনজীবিকে সরকারী আইন কর্মকর্তা-সরকারী কৌঁসুলি(জিপি)সহ বিভিন্ন পদে নিয়োগ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়ার শপথ গ্রহন
দেশে আইনশৃংখলার অবনতির চেষ্টা করছে একটি গোষ্টি, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে –শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী