মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
৫ আগষ্টের রক্তাক্ত বিপ্লবের সাথে যারা ষড়যন্ত্র করবে, হাজার শহীদের আত্নত্যাগের সাথে যারা মোনফেকী করবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে যারা আবার ষড়যন্ত্র করবে বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দিবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শনিবার (৯নভেম্বর) দুপুর ২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির, মুহাম্মদ মোস্তফা মোল্লা’র সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েব আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আমীর, এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েব আমীর, এ্যাড. নজির আহমদ ও এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী মাও. ফারুক হোসাইন মু. নুরনবী, সহ-সেক্রেটারী মাও. নাছির উদ্দিন মাহমুদ ও এ্যাড. মহসিন কবির মুরাদ প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, সেক্রেটারী মো. মাহফুজুর রহমান, ইউনিয়ন ও থানা জামায়াতের মো. দেলোয়ার হোসেন, এনামুল হক রতন, নজরুল ইসলাম টিটু, আবুল কালাম আজাদ, মাও. ইস্রাফিল আহম্মেদসহ কয়েক হাজার নেতা কর্মী।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুরের শহীদ কাউছার হোসেন বিজয়ের পিতা ফিরোজ আলম। তিনি হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন।
অনুষ্ঠানে বক্তারা গত ১৭ বছরের নির্যাতনের কথা তুলে ধরে অনেকেই আবেগ তাড়িত হন। এছাড়াও বাংলার জমিনে জামায়াত ইসলামী ছিল থাকবে, কোন স্বৈরাচার বা ফ্যাসীবাদ সরকার তাদের দমন করতে পারবেনা। স্বৈরাচার সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহর উপযুক্ত বিচার তাদেরকেই এই দেশ থেকে কাপুরুষের মত পালিয়ে যেতে হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা গত ১৭ বছরের নির্যাতনের কথা তুলে ধরে অনেকেই আবেগ তাড়িত হন। এছাড়াও বাংলার জমিনে জামায়াত ইসলামী ছিল থাকবে, কোন স্বৈরাচার বা ফ্যাসীবাদ সরকার তাদের দমন করতে পারবেনা। স্বৈরাচার সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহর উপযুক্ত বিচার তাদেরকেই এই দেশ থেকে কাপুরুষের মত পালিয়ে যেতে হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে, বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন কমিশন গঠন, দ্রব্য মূল্যের দাম করানো এবং দ্রুত বিভিন্ন সেক্টরে সংস্কার করার আহ্বান জানান।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন