মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অভিযোগ করে বলেন, সারাদেশে আইনশৃংখলার অবনতি কিভাবে ঘটনা যায় বা কিভাবে করা যায়। সে জন্য আইনশৃঙখলা অবনতির চেষ্টা করছে একটি গোষ্টী। চক্রান্ত কারী ও ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন হয়েছে। ছাত্র-জনতার ওপর গনহত্যা চালিয়ে আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসর ও দালালরা এখনো বিভিন্ন স্থানে রয়েছে। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। নয় তো ষড়যন্ত্র চলতে থাকবে। সবাইকে সাথে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে তা প্রতিহত করা হবে।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জুয়েলারী ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যাকান্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা,দখল ও অগ্নিসংযোগসহ হত্যাকান্ড চালিয়েছে। সে স্বৈরাচাররা এখন আবারও সংখ্যালঘুদের ওপর আঘাত করে পাশ^বর্তী দেশ ভারতকে বুজাতে চায়, এদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। এসব ষড়যন্ত্র ও চক্রান্ত করে কোন লাভ নেই। দেশের জনগন সব বুজে ও চক্রান্তকারীদের চিনে। ৫ আগষ্টের পর বর্তমানে দেশে অন্তবর্তি কালীন সরকার রয়েছে। অল্প সময়ের জন্য তারা ক্ষমতায় রয়েছে। দেশ পরিচালনা করতে যেখানে হাত দিচ্ছে বা যেখানে যাচ্ছে,সেখানেই ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা।
মানববন্ধন কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবী, জেলা বনিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বাবু শংকর কুমার মজুমদার, শিমুল সাহা ও সমীর কর্মকারসহ হিন্দুধর্মালম্ভী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে জুয়েলারী ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবীতে শহরের থানা রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি প্রেসক্লাবের সামনে গিয়ে মানবন্ধন কর্মসুচিতে অংশ নেয়। মানববন্ধন কর্মসুচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পলায় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারী দোকান রয়েছে। দোকানের কার্যক্রম শেষ করে শুক্রবার ৮ আগষ্ট রাত ৯টার দিকে থেকে বাড়ির দিকে যাওয়ার পথে জুয়েলারী ব্যবসায়ী হিরালাল দেবনাথকে চুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনায় শনিবার নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে পরিবার অভিযোগ করে আসছে,বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে। ব্যবসায়ীক দ্বন্ধের কারনে এই হত্যাকান্ডে ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন