মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত লক্ষ্মীপুর জেলা আমীর রুহুল আমিন ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন।
রবিবার বিকালে জেলা শহরের দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে সদস্য (রুকন) সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করার সময় ১২তম নির্বাচিত আমীর কান্নায় ভেঙে পড়েন।
জানা যায়, ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ ও জেলা মজলিসে শূরা নির্বাচন উপলক্ষে এ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, সহকারী সেক্রেটারী জেনারেল ও পরিচালক, কুমিল্লা- নোয়াখালী অঞ্চল নবনির্বাচিত জেলা আমির রুহুল আমিন ভূঁইয়াকে শপথ বাক্য পাঠকরান।
বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আমির মো: আলা উদ্দিন। লক্ষ্মীপুর জেলা আমীর রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে জেলা মজলিসে শূরা সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলনে দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও নারীসহ প্রায় ১৪০০ রুকন অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, সহ- সেক্রটারী এড মুহসিন কবির মুরাদ প্রমূখ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন শিক্ষার্থী হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত-১, আহত-৬
লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগার উদ্বোধন