মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ভূক্তভোগী নারী বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সদর থানায় ৪জনকে আসামী করে গণধর্ষণের মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দিবাগত রাতে (ভোরবেলায়) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি গ্রামে ভূক্তভোগী নারীর বসত ঘরের শয়ন কক্ষে এই ঘটনা ঘটে। এই মামলায় চরউভূতি এলাকার শহিদুল হকের ছেলে মনির হোসেন(৩৭) ও ইছমাইল হোসেনের ছেলে নুরুল ইসলাম শানু (৫৫) নামে দুইজনকে গ্রেফতার করে। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ গ্রেফতার দুই আসামীর ৫দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়।
নির্যাতিত নারী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো চরউভূতি এলাকায় নিজ ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই নারী। বৃহস্পতিবার দিবাগত রাতে সিঁদ কেটে মুখোশ পরে ঘরে প্রবেশ করে ৪জন। পরে ওই নারীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে তারা। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ধর্ষকরা। তবে চারজনের মধ্যে দুইজনকে চিনতে পারলেও অন্য দুইজনকে চিনতে পারেনি ভূক্তভোগী নারী। পরে তাকে উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ওই নারীকে ধর্ষণের জন্য ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয় ধর্ষকরা বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার মো. আকতার হোসেন জানায়, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে। তবে চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুই আসামী পুলিশের কাছে স্বীকার করেছে। আসামীদের ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই-প্রতিযোগিতা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কমিটি বিলুপ্ত ঘোষণা