মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার জন্যই মাহফিল বন্ধের প্রোপাগান্ডা–শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

শেয়ার করুন

মোহাম্মদ ফয়সাল, যুক্তরাষ্ট

“লক্ষীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে একটা মাহফিল বন্ধ করা হয়েছে আমাকে দাওয়াত না করায়,এই মর্মে ফেস দ্যা পিপল ও কিছু অনলাইন পোর্টাল সত্যতা যাচাই না করে মিথ্যা নিউজ প্রচার করে।যা আমার ব্যাক্তি ইমেজ ক্ষুন্ন করেছে এটি উদ্দেশ্য প্রনোদিত এবং ষড়যন্ত্রের অংশ। এই মাহফিল সম্পর্কে আমি নূন্যতম অবগত নই। ফেস দ্যা পিপল ও অন্যান্য অনলাইন পোর্টালকে অনুরোধ করছি এই নিউজ প্রত্যাহার করার জন্যে।” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এসব কথা বলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র যুগ্ন মহাসচিব  শহীদ উদ্দিন চেীধুরী এ্যানী।

শুক্রবার (২২ নভেম্বর) জুম্মার পর বিকাল ৩টা থেকে  লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা ছিল লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

মাহফিল শুরুর আগে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন বালু ভর্তি ট্রাক মাহফিলের মাঠে ঢুকিয়ে দেয় এবং মাহফিল মাঠের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। কাউন্সিলর আলমগীর তখন বলেন শহীদ চৌধুরী এ্যানী কে  দাওয়াত দেওয়া হয়নি কেন এবং তার নাম ব্যানারে নাই কেন, এখানে কোন মাহফিল হবে না।

পরবর্তীতে জামায়াত নেতা কর্মীরা ও এলাকার সাধারন জনগণ  এবিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে এবং পরবর্তীতে মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে এ্যানী জানান, মাহফিলের বিষয়ে আমি জানি না, কেউ আমার নাম ভাঙ্গিয়ে মাহফিল বন্ধ করলে তার দায়ভার আমার না, আপনারা মাহফিল করেন। তখন আয়োজক কমিটি তারপরও মাহফিল আর করে নি।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনলাইন মাধ্যম ‘ফেস দ্যা পিপল’ ও কিছু অনলাইন গণমাধ্যম এই মিথ্যা সংবাদটি প্রচার করা আরম্ভ করে। পরবর্তীতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে একটি পোষ্ট করেন।  এই পোষ্টের কিছু ক্ষণপর ‘ফেস দ্যা পিপল’ তাদের আইডি থেকে একটি মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে এ্যানীর বক্তব্য দিয়ে আরো একটি পোষ্ট করেন। যা পরবর্তী এ্যানী তার  আইডি থেকে শেয়ার করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী’র একান্ত সহকারী একজন জানান, লিডার ১৮ তারিখ ছিল বরিশালে আর আজ তো তিনি সিরাজগঞ্জে। লক্ষ্মীপুরের মাহফিলের বিষয়ে তিনি অবগত নন। তারপরও কেউ যদি তার নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করে সেটার দায়ভার সম্পূর্ণ ঐ ব্যক্তির।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমার নাম জড়িয়ে কেউ মিথ্যা তথ্য সরবরাহ করে আমার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। মাহফিল বন্ধ করার বিষয়ে আমার কোন ধারনা নেই।


শেয়ার করুন