মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সদস সচিব বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ ইন্তেকাল করেন।
শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বীর সেনানী ইন্তেকাল করেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুরের সাধারন মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ গত বুধবার (২০ নভেম্বর) শারিরীকভাবে অসুস্থতাবোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শুক্রবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন বলে পারিবারিকসূত্রে জানাযায়।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার চন্দ্রগঞ্জের বাড়িতে হাজার হাজার নেতা কর্মী ও শুভাকাঙ্খীরা ভিড় জমায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রকার শোকের পোষ্ট করে লক্ষ লক্ষ শুভাকাঙ্খীরা।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর ৩ ছেলে ও ১ মেয়ে। ২ছেলে থাকে যুক্তরাষ্ট্রে এবং বড় ছেলে থাকে গ্রিসে। তাদের আসার পরই জানাযার সময় নির্ধারন করা হবে বলে পরিবারসূত্রে জানা যায়।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ির (মন্দার বাড়ির) মৃত সুলতান মিয়ার ছেলে।
দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে পরিবারের অমতেই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এই বীর যোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার প্রত্যয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত হন এবং নানান ধরনের সামাজিক কর্মকান্ডে নিজেকে লিপ্ত করে। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর ভূমিকা ছিল অপরিসীম। চন্দ্রগঞ্জ তথা লক্ষ্মীপুরের রাজনীতি এই ভূখন্ডের মানুষ একজন অকুতোভয় সেনানীকে হারিয়ে শোকে বিমূর্ত।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর মৃত্যুর সংবাদ পেয়ে আজ দুপুর ১২টার পরে মরহুমের বাড়িতে ছুটে আসেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি শোকান্ত পরিবারকে শান্তনা দেন এবং জাতীয়তাবাদী পরিবার সবসময় এই বীর সেনানীর পরিবারের পাশে থাকার কথা ব্যক্ত করেন।
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ ইউপি কার্যালয়ে লাগানো তালা গভীর রাতে উধাও
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে তালা ও ভাংচুর, সেবাপ্রার্থীদের চরম ভোগান্তি
লক্ষ্মীপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ ,আহত ৯