
স্থানীয়রা বলেন, কিছু সরকার বিরোধী প্রতারক চক্র রাতের আধারে লুকিয়ে লুকিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। যাদের ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় নেয়া হচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এদের নেয়া হচ্ছে। জনতার হাতে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ গাড়ি, মাইক্রোবাসসহ আটক হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক, বৃদ্ধ, খেটে-খাওয়া সাধারণ শ্রমিক-কৃষক-দিনমজুর মানুষ রয়েছে। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুলসংখ্যক গ্রামের নারী-পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে। কমলনগর থেকে ৪টি মাইক্রোবাস, ৫টি বড় বাস করে যাওয়ার সময় দুই শতাধিক ব্যাক্তিদের আটক করে পুলিশ। প্রতিটি গাড়িতে নারী-পুরুষ ছিল। সবাই ঢাকার সমাবেশে যাচ্ছিলেন। মাস খানেক আগে ফরম পুরন করেন তারা। সবাই ঢাকার সমাবেশে যেতে বাড়ি থেকে বের হন। সভা সফল হলে প্রত্যেককে ১ লাখ টাকা করে ঋণ দেয়া হবে। প্রাথমিকভাবে গাড়িতে জন প্রতি ভাড়া ১ হাজার টাকা করে দেয়া হয়েছে।
থানায় আটক মো.শাহাবুদ্দিন জানান, দেড় মাস আগে তিনি ফর্ম পূরণ করেন, ঢাকা গিয়ে আন্দোলন করলে সরকার তাদের ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। তিনি মিজান নামক এক ব্যক্তির মাধ্যমে ২টি মাইক্রোবাসে নারী-পুরুষ নিয়ে ঢাকায় রওয়ানা হন। পরে স্থানীয়রা তাদের আটক করেন পুলিশে দেন।
উপজেলার করইতোলা বাজার ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক মো.নুর আলম মোরশেদ জানান, হঠাৎ খবর পেলাম কিছু লোক গাড়ি করে ঢাকায় যাচ্ছে। তখন বাজারে দেখি দুটি গাড়ি (ঢাকা এক্সপ্রেস, বৈশাখী), দুটি মাইক্রোবাসে প্রায় ১০০-১৫০জন লোক রয়েছে। তাদের আটক করে আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়। কে বা কারা তাদের দিয়ে ফর্ম পূরণ করিয়েছে যে, ঢাকা গিয়ে আন্দোলন করলে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, কোন কিস্তি বা সুদ নেবে না। তারা সবাই খেটে খাওয়া সাধারণ লোক। পরে পুলিশে খবর দেয়া হয়। সেনাবাহিনী এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন