মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ পাঠাগারের শুভ উদ্ধোধন করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। অনুষ্ঠানের উদ্ধোধন করবেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র জেষ্ঠ্য পুত্র এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ তোফাজ্জল হোসেন সবুজ।
এনায়েত উল্যাহ ও এড. সামছুল আলমের যৌথ সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) অভি দাশ, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক এম বেল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ (মুন্সী), লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলী করিম, যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ আলী, মনির হোসেন, সোলায়মান, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, যুবদল নেতা কাজী সহিদসহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারন জনগণ, বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিাকবৃন্দ।
বক্তারা রণাঙ্গণের বীরযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। লক্ষ্মীপুরের রাজনীতিতে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর অবদান, দলের দুঃসময়ে চন্দ্রগঞ্জের নেতাকর্মীদের যেকোন সমস্যায় এই যোদ্ধা কখনো ভয় না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্ভীকভাবে কাজ করেছেন। তিনি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বলে জানায় উপস্থিত বক্তারা। উপস্থিত মুক্তিযোদ্ধারা লতিফপুর-পাঁচপাড়া সড়কের নাম বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর নামে করার প্রস্তাব করেন প্রধান অতিথি বরাবর।
বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র আমেরিকা প্রবাসী মেজো সন্তান মোঃ আনোয়ার হোসেন পলাশ ভার্চুয়ালী বক্তব্য রাখেন এবং তার বাবার জন্য উপস্থিত সকলের দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। গত (২২ নভেম্বর) তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার দানকৃত জমিতে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠাগারটি তার নামে গত (১লা জানুয়ারী) স্থাপিত হয়। যাহা এই বীর যোদ্ধার উদ্বোধন করার কথা ছিল।
মরহুম বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র জেষ্ঠ্য পুত্র, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও অনুষ্ঠানের উদ্ধোধক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, “আমার বাবা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ সব সময় সমাজের নির্যাতিত, নীপিড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। শিক্ষা ক্ষেত্রে আমার বাবার অবদান ছিল উল্লেখযোগ্য। আগামীতে আমরা তার সন্তানরা এই এলাকার যেকোন প্রয়োজনে সবসময় আপনাদের পাশের থাকার অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজিব কুমার সরকার বলেন, পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল, উপস্থিত ছাত্রীদের বলেন বই পড়ার মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে হবে। এছাড়াও তিনি লাইব্রেরিয়ানকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন লাইব্রেরির পরিচর্যা করে এবং ছাত্রী বই নিতে যেন কোন ঝামেলা না করেন ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই-প্রতিযোগিতা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কমিটি বিলুপ্ত ঘোষণা