মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শেয়ার করুন

মোহাম্মদ হাছান ,লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মারধর করার প্রতিবাদ ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী অপর বিএনপি নেতা ফখরুল ইসলাম স্বপন। রোববার দুপুরে শহরের কাচারীবাগের একটি স্কুলের সামনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এনিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ফখরুল ইসলাম স্বপন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কামরুজ্জামান সোহেলের বিভিন্ন তথ্য-উপাত্ত চিত্র তলে ধরে লিখিত অভিযোগে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ছাত্র-যুবদল ও বিএনপির রাজনীতি করছি। বর্তমানে সদর পশ্চিম বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছি। অথচ বিএনপি নেতা কামরুজ্জামান সোহেল বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও জমি দখল করে বেড়াচ্ছে। ৫ আগষ্টর আগে আওয়ামীলীগের সাথে আতাঁত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নানা সুযোগ সুবিধা গ্রহন করছেন। পাশাপাশি আওয়ামীলীগের ইন্ধনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ওহামলা করার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
যদি বিএনপি রাজনীতিই করেন,তাহলে কামরুজ্জামান সোহেল কিভাবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব ছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেন এই বিএনপি নেতা। তিনি অভিযোগ করে আরো বলেন, সাবেক এমপি নয়নের আস্থাভাজন থাকায়  এই সুবাদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন কামরুজ্জামান সোহেল। এখন আবার বিএনপির বড় নেতা সাজেন। গত ১৫ বছর ধরে নানা সুযোগ সুবিধা নিলেও ৫ আগষ্ট হাসিনার পতনের পর আবারো পুরানো কায়দা চাঁদাবাজি ও জমিদখলসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছে। তার অত্যাচার নির্যাতনে অতিষ্ট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেউ এসব বিষয়ে প্রতিবাদ করলেও তাকে তার রোষানলে পড়তে হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দালাল বাজার দিঘির পাড়ে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধর করে কামরুজ্জামান। এঘটনার তদন্ত করে কামরুজ্জামান সোহেলকে দলীয় পদ থেকে তাকে বহিস্কার ও বিচারের দাবী জানান তিনি।
এদিকে সদর থানা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও দালাল বাজার ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজি নয়। ধান কাটা নিয়ে ফখরুল ইসলাম স্বপনের সাথে কথাকাটাকাটি হয়েছে। এর বেশি আমি কিছুই জানিনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর থানা পশ্চিম বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আহমেদ রাব্বি এলাহী জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু,চররুহিতা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্যাহ, জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ বিটু চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আমির হোসেন রাজু ও থানা তাতীঁদলের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন জিকুসহ অনেকেই।


শেয়ার করুন